BN

বড় হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি শুরু বাংলাদেশ ‘এ

বড় হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি শুরু বাংলাদেশ ‘এ

বিশাল লক্ষ্য তাড়ায় দুর্দান্ত সূচনা করেও শেষ পর্যন্ত ভেঙে পড়ল বাংলাদেশ ‘এ’

বিশাল লক্ষ্য তাড়ায় দুর্দান্ত সূচনা করেও শেষ পর্যন্ত ভেঙে পড়ল বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। মাত্র ৭ ওভারে ৯২ রান তুলে শুরুতে ঝড় তুললেও পরে পুরো ব্যাটিং লাইনআপ হারিয়ে ফেলল গতি ও ছন্দ।

ভাবুন তো—৭ ওভারে ৯২ রান! পাকিস্তানি বোলারদের হাত-পা গুটিয়ে দিয়েছিল বাংলাদেশের দুই ব্যাটার। কিন্তু সেই তাণ্ডব বেশিক্ষণ স্থায়ী হয়নি। চিরচেনা ব্যাটিং ধস নেমে যায় মাঝপথে, আর দল দেড়শও ছুঁতে পারেনি।

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে এটাই ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ, আর শুরুটা হলো ৭৯ রানের বড় হারে। ডারউইনে নুরুল হাসান সোহানের দলকে উড়িয়ে দেয় পাকিস্তান শাহিনস (‘এ’ দল)।

মারারা স্টেডিয়ামে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ২০ ওভারে ২২৭ রান। ওপেনার খাওয়াজা নাফে ও ইয়াসির খান ঝড়ো ফিফটি করেন, পরে আব্দুল সামাদ খেলেন বিধ্বংসী ৫৬ রানের ইনিংস।

জবাবে বাংলাদেশ ১৪৮ রানে গুটিয়ে যায়, তখনও ১৯ বল হাতে বাকি। একসময় ১ উইকেটে ৯২ রানে থাকা দল শেষ ৯ উইকেট হারায় মাত্র ৫৬ রানের ব্যবধানে।

পাকিস্তানের একাদশে আন্তর্জাতিক অভিজ্ঞতা ছিল মাত্র চারজনের, তবুও তারা আধিপত্য দেখিয়েছে অভিজ্ঞতায় ভরপুর বাংলাদেশের বিপক্ষে।

পাকিস্তানের ইনিংস

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণে যায় পাকিস্তান। নাফে ও ইয়াসিরের জুটি ১১ ওভারে তোলে ১১৮ রান। নাফে রান আউট হয়ে ফেরেন ৩১ বলে ৬১ রান করে, আর ইয়াসির বিদায় নেন ৪০ বলে ৬২ রানে। এরপর ক্রিজে আসা আব্দুল সামাদ সাইফ হাসানের এক ওভারে হাঁকান চারটি ছক্কা। শেষ দিকে অধিনায়ক ইরফান খান (২৫*) ও ফাইক (১৮*) রান তোলেন দ্রুতগতিতে।

বাংলাদেশের কোনো বোলারই কার্যকর হতে পারেননি। রকিবুল, হাসান ও মাহফুজুর একটি করে উইকেট নিলেও সবাই ছিলেন ব্যয়বহুল।

বাংলাদেশের ইনিংস

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি। ওপেনার নাঈম শেখ চার মেরে শুরু করলেও পরের বলেই বোল্ড হন। তবে সাইফ হাসান নামতেই বদলে যায় দৃশ্যপট। জিসান আলমকে সঙ্গে নিয়ে পাওয়ার প্লেতে ৭৪ রান তুলে ফেলে বাংলাদেশ।

পাওয়ার প্লে শেষে সাইফ আবার ছক্কার বৃষ্টি ঝরান, কিন্তু জিসান (১৭ বলে ৩৩) ফেরার পর গতি হারায় ইনিংস। আফিফ হোসেন (৮ বলে ৬) ব্যর্থ হন, আর সাইফও ৫৭ রানে বিদায় নেন। বাকিদের মধ্যে কেউই দাঁড়াতে পারেননি—অঙ্কন ৬, রাব্বি ৩, সোহান ২২ রান করে ফেরেন।

শেষ পর্যন্ত ১৯ বল বাকি থাকতেই ইনিংস শেষ হয়ে যায়।

বাংলাদেশের পরের ম্যাচ শনিবার, প্রতিপক্ষ নেপাল।

ফল: পাকিস্তান শাহিনস ৭৯ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ইয়াসির খান

সর্বশেষ সংবাদ

ছয়টি সেভ করে ম্যাচ সেরার খেতাব জিতলেন বার্সেলোনায় নতুন

দলবদলের নাটকীয়তার শেষ দৃশ্যে অবশেষে ঘটল বহু প্রতীক্ষিত চমক!

অবিশ্বাস্য সুযোগ মিস করলেন মেসি, সুয়ারেসের থুথু কাণ্ডে ফাইনালের

ফুটবল

ছয়টি সেভ করে ম্যাচ সেরার খেতাব জিতলেন বার্সেলোনায় নতুন যোগ

ফুটবল

দলবদলের নাটকীয়তার শেষ দৃশ্যে অবশেষে ঘটল বহু প্রতীক্ষিত চমক! রেকর্ড

ফুটবল

অবিশ্বাস্য সুযোগ মিস করলেন মেসি, সুয়ারেসের থুথু কাণ্ডে ফাইনালের পর

ক্রিকেট

ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে