মেলবোর্ন স্টার্সের পক্ষ থেকে পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন বিগ ব্যাশ আসরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-তে ‘হাউজ অব রউফ’ নামে একটি স্ট্যান্ড কেবল পাকিস্তানি ভক্তদের জন্য বরাদ্দ থাকবে।
মেলবোর্ন স্টার্সের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবট বলেন, “আমরা চাই পাকিস্তানি সমর্থকরা স্টেডিয়ামে আসুক, ম্যাচ উপভোগ করুক এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরুক।”
এই স্ট্যান্ডটি পাকিস্তানের পেসার হারিস রউফের নামে নামকরণ করা হয়েছে। ম্যাচের দিন এখানে সমর্থকদের জন্য প্রাণবন্ত পরিবেশ তৈরি করা হবে, যেখানে থাকবে খাবার, সংগীত এবং সাংস্কৃতিক আয়োজন।
রউফ ২০১৯ সাল থেকে মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশে খেলছেন। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ২২ ম্যাচ খেলে ৩৬ উইকেট নিয়েছেন তিনি। তার সেরা বোলিং ছিল ২০১৯-২০ আসরে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ২৭ রান খরচায় পাঁচ উইকেট নেওয়া।
ওই আসরেই সিডনি থান্ডারের বিপক্ষে রউফ করেছেন টি-টোয়েন্টিতে একমাত্র হ্যাটট্রিক।
আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশে পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্সের ম্যাচ। মেলবোর্ন স্টার্স তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর হোবার্ট হারিকেন্সের বিপক্ষে।