দক্ষিণ আফ্রিকার দলে বড় পরিবর্তন, টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজ। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন ও লিজাড উইলিয়ামস। শনিবার ইংল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দুটি দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।
জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজ ও চলমান অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না মহারাজ। এবার প্রত্যাবর্তন করলেন এই সংস্করণে, সেই সঙ্গে আছেন ওয়ানডে দলে।
মার্কো ইয়ানসেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাওয়া চোট কাটিয়ে ফিরেছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। বৃদ্ধাঙ্গুলের অস্ত্রোপচারের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ওয়ানডে দলে রাখা হয়নি তাকে।
লিজাড উইলিয়ামসও ফিরেছেন দীর্ঘ বিরতির পর। কনুইয়ের অস্ত্রোপচারের কারণে ২০২৪ সালের অক্টোবরের পর প্রথমবার কোনো প্রোটিয়া স্কোয়াডে ডাক পেলেন এই পেসার।
অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে অস্ট্রেলিয়া সফর মিস করা ডেভিড মিলার এবার ফিরেছেন টি-টোয়েন্টি দলে। বর্তমানে ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলছেন তিনি। একই টুর্নামেন্টে খেলা অফ-স্পিন অলরাউন্ডার ডোনোভান ফেরেইরাকেও ফিরিয়েছে প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন রাসি ফন ডার ডাসেন, জর্জ লিন্ডা এবং লেগ স্পিনার পিটার। ওয়ানডে অভিষেকেই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় প্রেনেলান সুব্রায়েনকেও রাখা হয়নি দলে।
অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দল নিয়েই ইংল্যান্ডে লড়বে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে তারা।
কাগিসো রাবাদা অ্যাঙ্কেলের চোটে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেও ইংল্যান্ড সফরের ওয়ানডে দলে ফিরেছেন। তার বিকল্প হিসেবে রাখা হয়েছে কোয়েনা মাফাকাকে।
ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ শুরু হবে ২ সেপ্টেম্বর। পরের দুটি ম্যাচ ৪ ও ৭ সেপ্টেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জোর্জি, কেশাভ মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ভিয়ান মুলডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড
এইডেন মার্করাম (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, কোয়েনা মাফাকা, ডেভিড মিলার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস।