বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে গড়লেন এক অনন্য কীর্তি বাংলাদেশের তারকা সাকিব আল হাসান। ব্যাটে সাড়ে সাত হাজারের বেশি রান ও হাতে ৫০০ উইকেট—এই ‘ডাবল’ ছোঁয়া ইতিহাসে আর কেউ পারেননি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলতে নেমে রোববার স্পর্শ করলেন জাদুকরি মাইলফলক। ১৫তম ওভারে আক্রমণে এসে নিজের প্রথম ওভারের শেষ বলেই মোহাম্মদ রিজওয়ানের সহজ ফিরতি ক্যাচ ধরেন সাকিব, পূর্ণ হয় ৫০০ উইকেটের স্বপ্ন।
টি-টোয়েন্টি ইতিহাসে সাকিব হলেন বিশ্বের পঞ্চম ক্রিকেটার, যিনি পাঁচশ উইকেটের মাইলফলকে পৌঁছালেন। তবে ব্যাট হাতে ৭,০০০ রানের বেশি করে গড়লেন এক অনন্য রেকর্ড—টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট ও ৭,০০০ রানের ডাবল স্পর্শ করা একমাত্র ক্রিকেটার তিনি।
৩৮ বছর বয়সী এই তারকা বাঁহাতি স্পিনার ৪৫৭ ম্যাচে ৪১৯ ইনিংস বোলিং করে ছুঁলেন পাঁচশ উইকেট। এই ম্যাচে দুই ওভারে মাত্র ১১ রান খরচায় নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
রাশিদ খান ৪৮৩ ইনিংসে ৬৬০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে। ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০) ও ইমরান তাহিরের (৫৫৪) পর সাকিবের অবস্থান এখন পঞ্চম। পাঁচশ ছোঁয়ার সবচেয়ে কাছাকাছি আছেন আন্দ্রে রাসেল, তার উইকেট ৪৮৭টি।
এদিন সাকিবের প্রথম উইকেটের গল্পটাও নাটকীয়। তৃতীয় বলে লং অনে উড়িয়ে মারেন রিজওয়ান, সীমানায় দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ নেন জেডেন সিলস, কিন্তু দড়ি ছুঁয়ে ফেলে তা পরিণত হয় ছক্কায়। তবে ওভারের শেষ বলেই সাকিবের হাতে ধরা পড়েন রিজওয়ান, পূর্ণ হয় মাইলফলক।
নিজের পরের ওভারে মাত্র ২ রান খরচায় কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে ফেরান তিনি। টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা এখন ৫০২।
ব্যাট হাতে সাকিবের ফর্ম যদিও এই আসরে এখনো ফিরেনি। আগের তিন ম্যাচে তার সর্বোচ্চ রান ছিল মাত্র ১৩। তবে বোলিংয়ে এমন ইতিহাস গড়ে প্রমাণ করলেন, টি-টোয়েন্টি ক্রিকেটের মানচিত্রে এখনও তিনি অপ্রতিরোধ্য।