ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন জিকরিয়া ইসলাম। এবার তিনি ডাক পেয়েছেন ওমানের এশিয়া কাপ স্কোয়াডে।
ওমান অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে নতুন মুখগুলোর মিশ্রণে দল সাজিয়েছে। আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা চার নতুন খেলোয়াড়কেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিতে যাচ্ছে ওমান। মঙ্গলবার অভিজ্ঞ ওপেনার জাতিন্দার সিংয়ের নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
নতুন চার মুখ হলেন: সুফিয়ান ইউসুফ, জিকরিয়া ইসলাম, ফয়সাল শাহ ও নাদিম খান। এদের মধ্যে একজন ছাড়া অন্যরা আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি।
জিকরিয়া ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে একটি ম্যাচ খেলেছেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন এবং ব্যাটিংয়ে ১১ নম্বরে নেমে ২ রান অপরাজিত ছিলেন।
ওমান ‘এ’ গ্রুপে আছে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ১২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে তারা এশিয়া কাপ অভিযান শুরু করবে, ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মুখোমুখি হবে, আর ১৯ সেপ্টেম্বর ভারতের সঙ্গে খেলবে।
আন্তর্জাতিক ক্রিকেটে ওমান সর্বশেষ মাঠে নেমেছে গত মে মাসে বিশ্বকাপ লিগ টু-এর লড়াইয়ে। তারা গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল। এশিয়া কাপ হবে তাদের দ্বিতীয় বড় বহুদলীয় টুর্নামেন্ট।
ওমান স্কোয়াড
জাতিন্দার সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, ভিনায়াক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওদেদেরা, আমির কালিম, মোহাম্মেদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশত, কারান সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন শাহ, ফয়সাল শাহ, মুহাম্মেদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সামায় শ্রিভাস্তাভা।