এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচের শুরুর সময় আধা ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের বাকি ম্যাচগুলোর সূচিতে এই পরিবর্তন এনেছে। পূর্বে যা রাত ৮টায় শুরু হওয়ার কথা ছিল, তা এখন সাড়ে ৮টায় শুরু হবে। তবে ১৫ সেপ্টেম্বরের প্রথম ম্যাচটি আগের মতোই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। ওইদিন আবুধাবিতে ওমানের বিপক্ষে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং দুবাইয়ে হংকংয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কা মুখোমুখি হবে, যা শুরু হবে সাড়ে ৮টায়।
এশিয়া কাপের ১৭তম আসর শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৮ সেপ্টেম্বর। এবারের আসরে বাংলাদেশ ‘বি’ গ্রুপে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ এশিয়া কাপ শুরু করবে। পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে।
এছাড়াও, ভারত ও পাকিস্তান এবারও একই গ্রুপে রয়েছে এবং তাদের হাইভোল্টেজ লড়াইটি ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে হবে। ‘এ’ গ্রুপে থাকা অন্য দুটি দল হলো ওমান এবং আরব আমিরাত।
সুপার ফোর পর্বে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল জায়গা পাবে। এরপর, সুপার ফোর পর্বে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে এবং সেখান থেকে সেরা দুই দল ফাইনালে উঠবে।
এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, রাত ৮:৩০টায় দুবাইয়ে।