বিশ্বকাপের আগে পাকিস্তানের অধিনায়ক ও পেস বোলিং অলরাউন্ডার ফাতিমা সানা জানালেন, ভারতীয় কিংবদন্তি মাহেন্দ্র সিং ধোনিকেই তিনি নিজের অনুপ্রেরণা মনে করেন।
প্রথমবারের মতো বড় কোনো আসরে পাকিস্তানকে নেতৃত্ব দিতে যাচ্ছেন ফাতিমা। সামনে রোমাঞ্চ আছে, তবে কিছুটা নার্ভাসনেসও কাজ করছে তার মধ্যে। কিন্তু সেই সংশয় মিলিয়ে যায় ধোনির কথা ভাবলেই। বিশ্বকাপের আগে ফাতিমা স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতীয় কিংবদন্তির পথ অনুসরণ করেই বড় মঞ্চে নামতে চান তিনি।
আইসিসি উইমেনস ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে এ মাসের শেষে। সেখানেই পাকিস্তানের অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন এই ২৩ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার।
রাজনৈতিক বৈরিতার কারণে এক যুগেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। দুই দলের দেখা হয় কেবল আইসিসি ও এসিসির টুর্নামেন্টগুলোতে, সেখানেও সাধারণত নিরপেক্ষ ভেন্যুতে। এবারও একই চিত্র—উইমেনস বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়, ভারত সফরে যাচ্ছে না তারা।
যদিও ভারত-পাকিস্তান রাজনৈতিকভাবে চিরপ্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে দুই দেশের ক্রিকেটারদের সম্পর্ক সবসময়ই সৌহার্দ্যপূর্ণ ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই সম্পর্কে কিছুটা ফাটল দেখা দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কথার লড়াইও বেড়েছে।
তবু সেসবের পরও ধোনিকে নিজের নায়ক হিসেবেই মানেন ফাতিমা। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“বিশ্বকাপের মতো বড় আসরের আগে নার্ভাস হওয়াটা স্বাভাবিক। তবে অধিনায়ক হিসেবে আমি মাহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনুপ্রেরণা পাই। ভারতীয় দলে এবং চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে তাকে অনেকদিন ধরে অনুসরণ করছি।”
তিনি আরও যোগ করেন,
“মাঠে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, শান্ত স্বভাব এবং যেভাবে সে সতীর্থদের পাশে থাকে—এসব থেকে শেখার অনেক কিছু আছে। আমি যখন নেতৃত্ব পাই, তখনই ভেবেছিলাম আমাকে ধোনির মতো হতে হবে। তার অসংখ্য সাক্ষাৎকার দেখেছি, সেখান থেকেও অনেক কিছু শিখেছি।”
কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফাতিমা সানার নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।