দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার-দিনের ম্যাচে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন এই কিপার-ব্যাটসম্যান।
ইংল্যান্ড সফরে পাওয়া চোট থেকে সেরে উঠেছেন রিশাভ পান্ত। তিন মাস পর পেশাদার ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই কিপার-ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার-দিনের ম্যাচে ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তিনি।
গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন গুরুতর চোট পান পান্ত। ক্রিস ওকসের ফুল লেংথ বল রিভার্স সুইপ খেলার চেষ্টায় পায়ে আঘাত পান তিনি। তখনই তার চোখ-মুখে ফুটে ওঠে প্রবল যন্ত্রণার ছাপ। কেডস খোলার পর দেখা যায় জায়গাটা ফুলে উঠেছে, আছে রক্তের ছোপও। হাঁটতে না পারায় মাঠ ছাড়েন গল্ফ কার্টে করে।
পরে স্ক্যান করানো হলে তার পায়ে চিড় ধরা পড়া। এরপর থেকে আর কোনো ম্যাচ খেলতে পারেননি পান্ত। তবে এবার মাঠে ফেরার অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
দুই ধাপের পুনর্বাসন শেষ করার পর পান্তকে খেলায় ফেরার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স। এরপরই ‘এ’ দলের সিরিজে ডাক পেয়েছেন তিনি।
আগামী ৩০ অক্টোবর শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। পরেরটি শুরু ৬ নভেম্বর। দুটি ম্যাচই হবে বেঙ্গালুরুতে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডেও খেলবে ভারত ‘এ’ দল; ১৩, ১৬ ও ১৯ নভেম্বর।
আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে ভারত। ইডেন গার্ডেন্সে প্রথমটি শুরু ১৪ নভেম্বর, গুয়াহাটিতে দ্বিতীয় ২২ নভেম্বর।
‘এ’ দলের সিরিজটি আগে হওয়ায়, সেখানে নিজেকে মেলে ধরে জাতীয় দলে ফেরার দারুণ এক সুযোগ পান্তের সামনে।
ভারতের হয়ে এখন পর্যন্ত ৪৭ টেস্ট খেলে ৩ হাজার ৪২৭ রান করেছেন পান্ত, ৪৪.৫০ গড়ে। বাঁহাতি এই ব্যাটসম্যানের নামের পাশে ৮ সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ১৮টি।