উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে এক ম্যাচে প্রথমবার ৭ উইকেট শিকার করলেন অ্যালানা কিং।
দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে উইকেট তুলে নিজের জাদুকরি শুরুর পরই কিং পূর্ণ উৎসবে মেতেছিলেন। দক্ষিণ আফ্রিকার শেষ আট ব্যাটারের মধ্যে সাতজনকেই ফিরিয়ে তিনি ইতিহাস রচনা করলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে।
ইন্দোরে শনিবার সাত ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন কিং। এটি উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের ঘটনা। এর আগে ১৯৮২ সালে ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের লেগ স্পিনার জ্যাকি লর্ড ১০ রানে ৬ উইকেট শিকার করেছিলেন, যা ছিল আগের সেরা।
উইমেন’স ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে ৭ উইকেটের ঘটনা এটি সপ্তমবার। অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে এই স্বাদ পেয়েছেন কিং। এছাড়া দেশের সর্বোচ্চ বোলিং রেকর্ডও এখন তার দখলে। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে এলিস পেরি ২২ রানে ৭ উইকেট নিয়েছিলেন।
কিংয়ের স্পিনের জাদুতে দক্ষিণ আফ্রিকা ২৪ ওভারে মাত্র ৯৭ রানে অল আউট হয়। অস্ট্রেলিয়া লক্ষ্য পূরণ করে ৭ উইকেটের জয় তুলে নিল এবং ১৯৯ বল হাতে রেখেছে।
এই জয়ে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া প্রথম পর্বের শীর্ষে নিশ্চিত করল। ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দুইয়ে অবস্থান করছে। দুই দলই আগেই সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২ উইকেটে ৪২ রান। কিংয়ের বোলিংয়ে এরপর ধস নামল প্রোটিয়াদের ব্যাটিংয়ে।
নিজের প্রথম ওভারে কোনো রান না দিয়ে দুই উইকেট নেন কিং। পরের ওভারেও কোনো রান দিতে হয়নি। তৃতীয় ওভারে পরপর দুই বলেই দুটি উইকেট। প্রথম ১৫ বলে কোনো রান না দিয়ে ৪ উইকেট শিকার করলেন তিনি।
পরের ওভারে আরও একজনকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন কিং। পরে আরও দুই উইকেট শিকার করে তিনিই গুটিয়ে দেন দক্ষিণ আফ্রিকার ইনিংস।
৪৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি কিংয়ের দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট শিকার। এই বছরের জানুয়ারিতে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে ৫ উইকেট নিয়ে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন তিনি।