BN

সাকিবের দলে ফেরা নিয়ে শর্ত দিল বিসিবি

সাকিবের দলে ফেরা নিয়ে শর্ত দিল বিসিবি

দেশের ক্রিকেট যখন টালমাটাল ও অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ই

দেশের ক্রিকেট যখন টালমাটাল ও অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ই চমকপ্রদ এক সিদ্ধান্তের কথা জানাল বিসিবি। যদিও বাস্তবতা বলছে, সাকিব আল হাসানকে ঘিরে নতুন এই সিদ্ধান্তের সঙ্গে আগের অবস্থার খুব একটা পার্থক্য নেই।

কিছু শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় দলের জন্য আবারও দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে বিবেচনায় নেওয়া হবে—এমনটাই জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। শনিবার বোর্ড পরিচালনা পর্ষদের দীর্ঘ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি পরিচালক আমজাদ হোসেন।

“আপনারা অনেকেই ইতোপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন, অনেক ধরনের প্রশ্ন, আলোচনা বা অনেক উত্তর খুঁজতে চেয়েছেন, আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে।”

তিনি আরও বলেন,
“সর্বোসম্মতিক্রমে বোর্ড গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসিবিলিটির ওপর ভিত্তি করে এবং পাশাপাশি যেখানে খেলা হবে ভেন্যুতে, সেখানে যদি উপস্থিত থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচিত করবে।”

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই সরকারের সংসদ সদস্য সাকিব আর দেশে ফিরতে পারেননি। ওই বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা ছিল তার। সেই ম্যাচ খেলতে দেশে ফেরার পথে থাকলেও নিরাপত্তাজনিত শঙ্কায় মাঝপথ থেকেই থেমে যেতে হয় তাকে।

এরপর থেকেই অনিশ্চয়তায় ঝুলে আছে সাকিবের ক্যারিয়ার। বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে তিনি বারবার বলেছেন, দেশের মাটিতেই ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।

সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আগেও একাধিকবার বিসিবির কাছে প্রশ্ন উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে বিষয়টি আলোচনায় ছিল না বললেই চলে। এমন এক দিনে হঠাৎ করে এই সিদ্ধান্ত জানানো হলো, যেদিন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি, একই দিনে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন প্রভাবশালী পরিচালক ইশতিয়াক সাদেক এবং যখন দেশের ক্রিকেট কার্যত চরম অস্থিরতার মধ্যে রয়েছে।

স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে—সবকিছু আড়াল করতেই কি সাকিব প্রসঙ্গ সামনে আনা হলো? তবে এই ব্যাখ্যা মানতে নারাজ বিসিবি পরিচালক আমজাদ হোসেন।

“এটা আমাদের বোর্ডের সিদ্ধান্ত। এটা আসলে আজকের মিটিংয়ে হবে নাকি কবে মিটিংয়ে হবে, এভাবে তো আসলে আপনার বোধহয় জবাবদিহিতার মধ্যে আনা ঠিক না। কারণ বোর্ডের এজেন্ডার মধ্যে থাকে… আজকে আমাদের কেন্দ্রীয় চুক্তির সব ক্রিকেটারের পারফরম্যান্স ও অ্যাভেলইঅ্যাবিলিটি নিয়ে রিভিউ করা হয়েছে। ওখান থেকে আমাদের আলোচনাটা এসেছে, টু বি ভেরি স্পেসিফিক।”

তিনি জানান, শর্ত পূরণ হলে দেশে ও বিদেশে—সব সিরিজেই সাকিবকে বিবেচনায় রাখা হবে।

তবে যে শর্তগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর সঙ্গে সাকিবের বর্তমান বাস্তবতার কোনো মৌলিক পরিবর্তন নেই। যেসব কারণে তিনি দেশে ফিরতে পারছেন না, সেগুলো আগের মতোই রয়ে গেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের খেলার পথে থাকা বাধাগুলো নিয়ে সরকারের সঙ্গে কথা বলবেন বিসিবি সভাপতি।

“আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলি আছে, তার নিজস্ব। সেগুলোকে যদি সরকার অ্যালাউ করে বা সরকার কীভাবে ফেস করবে, সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। এটাই হলো মূল কথা।”

এদিকে দেশের বাইরের টুর্নামেন্টগুলোতে সাকিবের খেলার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলেও জানান আমজাদ হোসেন।

“সাকিব আল হাসান অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতেও অংশ নিতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি (অনাপত্তিপত্র) দেবে প্রয়োজনমতো।”

এই বিষয়টিও নতুন করে কৌতূহল তৈরি করেছে। দেশে ফিরতে না পারলেও বিভিন্ন দেশের লিগে নিয়মিতই খেলছেন সাকিব। অল্প কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে অংশ নিয়েছেন তিনি। এর আগে খেলেছেন আবুধাবি টি-টেন লিগেও।

সর্বশেষ সংবাদ

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে কোনো ধরনের আরবিট্রেশন

বিপিএলের দল রংপুর রাইডার্সের অন্যতম কর্ণধার ইশতিয়াক সাদেক ছিলেন

ফুটবল

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ। পুরো

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়ে কোনো ধরনের আরবিট্রেশন বা

ক্রিকেট

বিপিএলের দল রংপুর রাইডার্সের অন্যতম কর্ণধার ইশতিয়াক সাদেক ছিলেন বিসিবির

ক্রিকেট

বোলিংয়ে দুটি উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৯০ বলে ৭৫