উইমেন’স প্রিমিয়ার লিগে অবশেষে ইতিহাস গড়া এক সেঞ্চুরির দেখা মিলল। প্রথম আসরে ৯৯ রানে থেমে যেতে হয়েছিল একজনকে, তৃতীয় আসরে আরেকজন অপরাজিত ছিলেন ৯৯ রানে। চলতি আসরেও দুই ব্যাটার আটকে যান ৯৫ ও ৯৬ রানে। দীর্ঘ সেই আক্ষেপের অবসান ঘটালেন ন্যাট সিভার-ব্রান্ট। প্রথম ব্যাটার হিসেবে ডব্লিউপিএলে সেঞ্চুরির কীর্তি গড়লেন ইংল্যান্ড অধিনায়ক।
চতুর্থ আসরে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৫৭ বলে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সিভার-ব্রান্ট। ১৬টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তার অনবদ্য ইনিংসটি।
২০২৩ সালে মেয়েদের জন্য আইপিএলের আদলে উইমেন’স প্রিমিয়ার লিগ শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১ হাজার ৫৯ দিন ও ৮২ ম্যাচ অপেক্ষার পর অবশেষে প্রথম সেঞ্চুরিয়ান পেল এই টুর্নামেন্ট।
এর আগে বহু ব্যাটার শতকের খুব কাছে গিয়েও পূর্ণতা দিতে পারেননি। চলতি আসরেই স্মৃতি মান্ধানা আউট হন ৯৬ রানে, আর ৯৫ রানে থামতে হয় সোফি ডিভাইনকে। শেষ পর্যন্ত সেই অপেক্ষার ইতি টানেন সিভার-ব্রান্ট।
৩৩ বছর বয়সী এই তারকার জন্য এটি ছিল টি-টোয়েন্টি ক্যারিয়ারেরও প্রথম সেঞ্চুরি। ভাদোদারায় ম্যাচের তৃতীয় ওভারে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন তিনি। ৩২ বলে ফিফটি পূর্ণ করেন এবং শেষ ওভারের চতুর্থ বলে এক রান নিয়ে ৫৭ বলে শতক স্পর্শ করেন। এরপর আর স্ট্রাইক পাওয়ার সুযোগ হয়নি তার।
সিভার-ব্রান্টের সেঞ্চুরিতে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৯৯ রান। জবাবে বেঙ্গালুরুকে ১৮৪ রানে আটকে রেখে ১৫ রানের জয় তুলে নেয় মুম্বাই।