BN

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হলো ৪ লাখ ৬০ হাজার ডলারে

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হলো ৪ লাখ ৬০ হাজার ডলারে

১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে এই ক্যাপটি পরেছিলেন ক্রিকেট ইতিহাসের

১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে এই ক্যাপটি পরেছিলেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। দীর্ঘ ৭৫ বছর লোকচক্ষুর আড়ালে থাকা তার এই ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে উঠতেই শুরু হয় তুমুল আগ্রহ। শেষ পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয় কিংবদন্তি এই টেস্ট ক্যাপটি।

বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান ‘লয়েডস অকশনস’ ক্যাপটি নিলামে তোলে। সোমবার অস্ট্রেলিয়া ডে উপলক্ষে নিলাম প্রক্রিয়া শেষ হয়। বিশাল অঙ্কের বিনিময়ে ক্যাপটি কিনে নেন একজন অজ্ঞাতনামা সংগ্রাহক।

ব্র্যাডম্যানের বেশির ভাগ স্মারক কোথায় আছে—জাদুঘর কিংবা ব্যক্তিগত সংগ্রহে—তা মোটামুটি জানা থাকলেও এই বিশেষ ক্যাপটির অস্তিত্ব এতদিন ছিল অজানা।

১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে এই ব্যাগি গ্রিন পরেছিলেন ব্র্যাডম্যান। সিরিজ শেষে তিনি এটি উপহার হিসেবে দেন ভারতীয় ক্রিকেটার সিরাঙ্গা ভাসুদেব সোহনিকে। এরপর ছয় দশকেরও বেশি সময় ধরে ক্যাপটি সযত্নে সংরক্ষণ করে রেখেছিল সোহনির পরিবার।

ক্যাপটির ভেতরে লেখা রয়েছে ‘ডি জি ব্র্যাডম্যান’ ও ‘এস ডব্লিউ সোহনি’ নাম। আর ক্যাপের ওপরে অস্ট্রেলিয়ান ক্রিকেটের লোগোর নিচে খোদাই করা আছে ‘১৯৪৭–৪৮’।

অস্ট্রেলিয়ান টেস্ট ক্যাপ পরিচিত ‘ব্যাগি গ্রিন’ নামে। ১৯৪০–এর দশকের ব্যাগি গ্রিন এমনিতেই অত্যন্ত দুষ্প্রাপ্য। সে সময় সাধারণত প্রতিটি সিরিজে খেলোয়াড়দের একটি করে ক্যাপ দেওয়া হতো, অতিরিক্ত ক্যাপ বানানো হতো না বললেই চলে। সময়ের সঙ্গে অনেক ক্যাপ হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। যেগুলো টিকে আছে, প্রতিটিই ক্রিকেট ইতিহাসের জীবন্ত সাক্ষী। আর সেটি যদি হয় ডন ব্র্যাডম্যানের, তাহলে তার মূল্য যে কতটা বেশি—তা বলাই বাহুল্য।

এর আগেও নিলামে উঠেছিল ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন। গত বছর তার একটি ক্যাপ বিক্রি হয় ৪ লাখ ৭৯ হাজার ৭০০ ডলারে। ২০২০ সালে আরেকটি ব্যাগি গ্রিন বিক্রি হয়েছিল প্রায় সাড়ে ৪ লাখ ডলারে।

১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট খেলেছেন ডন ব্র্যাডম্যান। ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে তিনি অবিসংবাদিত। তার টেস্ট ব্যাটিং গড় ৯৯.৯৪—যা কেবল ক্রিকেট নয়, বিশ্বের যে কোনো খেলায় শ্রেষ্ঠত্ব ও উৎকর্ষের এক অনন্য মানদণ্ড হিসেবে বিবেচিত। তার অসংখ্য কীর্তি আজও বিস্ময় জাগায়, আর অনেক রেকর্ড কখনোই ভাঙা যাবে না বলেই মনে করা হয়।

সর্বশেষ সংবাদ

আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে ইতালির এটি প্রথম

অভিষেক সিরিজে ভালো করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি

১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে এই ক্যাপটি

ক্রিকেট

আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে ইতালির এটি প্রথম জয়।

ক্রিকেট

অভিষেক সিরিজে ভালো করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের

ক্রিকেট

উইমেন’স প্রিমিয়ার লিগে অবশেষে ইতিহাস গড়া এক সেঞ্চুরির দেখা মিলল।

ক্রিকেট

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি