BN

লুইস বাদ, স্যাম্পসনকে সুযোগ বিশ্বকাপ দলে

লুইস বাদ, স্যাম্পসনকে সুযোগ বিশ্বকাপ দলে

অভিষেক সিরিজে ভালো করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা

অভিষেক সিরিজে ভালো করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন বিস্ফোরক ব্যাটসম্যান কুয়েন্টিন স্যাম্পসন। অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান এভিন লুইস এবার বাদ পড়েছেন।

কদিন আগে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক হয় স্যাম্পসনের। প্রথম ম্যাচে ২৪ বলে ৩০ রান করেন, ২টি করে চার ও ছক্কা হাঁকিয়ে। পরের দুই ম্যাচে দুই অঙ্কে পৌঁছাতে পারেননি; তিন ম্যাচে মোট রান ৩৫।

তবে গত সিপিএলে তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে বিশ্বকাপ দলে রেখেছে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৯ ম্যাচে ২৪১ রান করেছিলেন ১৫১.৫৭ স্ট্রাইক রেটে। সেই ফর্মই আফগানিস্তান সিরিজের দলে জায়গা করে দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে ব্যস্ত থাকায় শেই হোপ, রোস্টন চেইস, শেরফেন রাদারফোর্ড ও আকিল হোসেন আফগানিস্তান সিরিজে ছিলেন না। এছাড়া রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। তারা সবাই এবার বিশ্বকাপ দলে ফিরেছেন।

চোট কাটিয়ে আফগানিস্তান সিরিজে ফেরা ফাস্ট বোলার শামার জোসেফও জায়গা পেয়েছেন। পেস বোলিং বিভাগে তার সঙ্গে আছেন হোল্ডার, ম্যাথু ফোর্ড ও জেডেন সিলস। স্পিন বিভাগে আকিল ও চেইসের সঙ্গে রয়েছেন গুডাকেশ মোটি।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে ১১ জন এবার আফগানিস্তান সিরিজেও খেলবেন। সিরিজটি মঙ্গলবার থেকে শুরু হবে।

আফগানদের বিপক্ষে ভালো করতে না পারায় লুইস দল থেকে বাদ পড়েছেন। প্রথম দুই ম্যাচে ৪ ও ১৩ রান করা ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান শেষ ম্যাচে একাদশেও সুযোগ পাননি। সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে লড়াই করা পেসার আলজারি জোসেফও দলে নেই।

এছাড়া আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, র‌্যামন সিমন্ডস, শামার স্প্রিঙ্গার।

আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। মূলত বাংলাদেশের বিপক্ষে খেলার কথা ছিল, কিন্তু নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ রাজি না হওয়ায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি।

‘সি’ গ্রুপের অন্য তিন দল ইংল্যান্ড, নেপাল ও ইতালি।

ওয়েস্ট ইন্ডিজ দল

শেই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেইস, জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শামার জোসেফ, জেডেন সিলস, ম্যাথু ফোর্ড।

সর্বশেষ সংবাদ

আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে ইতালির এটি প্রথম

অভিষেক সিরিজে ভালো করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি

১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে এই ক্যাপটি

ক্রিকেট

আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে ইতালির এটি প্রথম জয়।

ক্রিকেট

১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে এই ক্যাপটি পরেছিলেন

ক্রিকেট

উইমেন’স প্রিমিয়ার লিগে অবশেষে ইতিহাস গড়া এক সেঞ্চুরির দেখা মিলল।

ক্রিকেট

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি