ফেলে আসা মৌসুমের হতাশা ও ব্যর্থতা ভুলে আবার ছন্দে ফেরার বড় চ্যালেঞ্জ এখন এই মিডফিল্ডারের সামনে।
অনেক আশা নিয়ে বায়ার্ন মিউনিখে যোগ দিলেও, সেখানে তার অভিষেক মৌসুমটা মোটেই ভালো কাটেনি জোয়াও পালিনিয়ার। সেই হতাশা ভুলে ফেরার লড়াই শুরু করে প্রিমিয়ার লিগে ফিরলেন এই পর্তুগিজ মিডফিল্ডার। ধার হিসেবে তাকে দলে এনেছে টটেনহ্যাম হটস্পার।
গত বছর ফুলহ্যাম থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন পালিনিয়া। এক বছরের মধ্যেই নতুন দলের জার্সি গায়ে ইংলিশ ফুটবলে ফিরছেন তিনি।
সোমবার দুই ক্লাবই তাকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে।
গত বছরের জুলাইয়ে চার বছরের চুক্তিতে বায়ার্নে যাওয়া পালিনিয়া নানা কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন। ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপেও বেশির ভাগ সময় বেঞ্চে ছিলেন তিনি।
বায়ার্ন ২০২৩ সালেই তাকে দলে নেওয়ার জন্য জোর প্রচেষ্টা করেছিল। তখনকার কোচ টমাস টুখেল তাকে পেতে খুব আগ্রহী ছিলেন। তবে শেষ মুহূর্তে ফুলহ্যামের সঙ্গে চুক্তি ভেঙে যায় মিউনিখের ক্লাবটির।
পরবর্তী বছর পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে তাকে চুক্তিবদ্ধ করে বায়ার্ন। কিন্তু নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির আস্থা অর্জন করতে পারেননি তিনি। চোট ও অসুস্থতার কারণে ২০২৪-২৫ মৌসুমে মাত্র ২৫ ম্যাচ খেলতে পেরেছেন ৩০ বছর বয়সী ফুটবলার, তার মধ্যে মাত্র ১০টিতেই ছিলেন প্রথম একাদশে। ক্লাব বিশ্বকাপে বায়ার্নের পাঁচ ম্যাচের চারটিতেই ছিলেন বেঞ্চে।
এখন ফেলে আসা মৌসুমের সব হতাশা ও ব্যর্থতা ভুলে আবার ছন্দে ফেরার বড় চ্যালেঞ্জ জোয়াও পালিনিয়ার সামনে।