ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন আমুরি ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই নতুন গোলরক্ষক কেনার প্রয়োজনীয়তা দেখছেন না।
প্রধান গোলরক্ষক আন্দ্রে ওনানা ফিট থাকার পরও আর্সেনালের বিপক্ষে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পায় আলতাই বায়িন্দি। কিন্তু ম্যাচের শুরুতেই একটি ভুল করে বসেন তিনি, যা ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলে। ফলে তুর্কি গোলরক্ষক সমালোচনার মুখে পড়েন। কঠিন সময়ে বায়িন্দির পাশে দাঁড়ান কোচ আমুরি।
ওনানা হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো প্রাক-মৌসুমের প্রস্তুতিপর্বে খেলতে পারেননি। তবে গত সপ্তাহে অনুশীলনে ফিরেই প্রিমিয়ার লিগে দলের প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে খেলতে ফিট ছিলেন। তার অনুপস্থিতিতে আমুরি আস্থা রাখেন বায়িন্দির প্রতি।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ১৩তম মিনিটে বায়িন্দির একটি ভুল থেকে এগিয়ে যায় আর্সেনাল। কর্নার ক্লিয়ার করতে গিয়ে আর্সেনালের উইলিয়াম সালিবার বাধায় ফেল করেন বায়িন্দি, আর তার হাতে লেগে থাকা বল দূরের পোস্টে হেডে জালে পাঠান রিকার্দো কালাফিওরি। শেষ পর্যন্ত ম্যানইউ ১-০ গোলে হারে।
ম্যাচের পরে সংবাদ সম্মেলনে বায়িন্দির পাশে দাঁড়িয়ে আমুরি বলেন, “তিন গোলরক্ষক নিয়ে আমি খুশি। বায়িন্দি বল ধরার চেষ্টা করেছিল, কিন্তু তাকে ধাক্কা দেওয়া হয়েছে। আমি খেলা দেখার সময় তাই মনে করেছি।”
তিনি আরও বলেন, “ওনানাকে দল থেকে বাদ দেইনি। এটা ওনানাকে বাদ দেওয়ার ঘটনা নয়। টম হিটন ও বায়িন্দি প্রাক-মৌসুমে ভালো কাজ করেছে।”
ম্যানচেস্টার ইউনাইটেড আগামী ২৪ আগস্ট ফুলহ্যামের মাঠে পরবর্তী ম্যাচ খেলবে।