দুইবার পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে আল নাসরকে হারিয়ে সৌদি সুপার কাপ জিতল আল আহলি। রেকর্ড গড়ার আশা থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ট্রফির জয়ের আনন্দটা রঙিন হয়নি।
দুইবার এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারেনি আল নাসর। শেষ পর্যন্ত ম্যাচ টাইব্রেকারে গিয়ে জয় নিশ্চিত করে আল আহলি। হংকংয়ে অনুষ্ঠিত ফাইনালে ২-২ সমতার পর টাইব্রেকারে আল আহলি ৫-৩ গোলে জেতে।
এই হারের ফলে আল নাসরের হয়ে রোনালদোর বড় শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আল নাসরের হয়ে তিনটি ফাইনালে হেরে গেলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
ফাইনালের প্রথম গোলটি করেন রোনালদো পেনাল্টি থেকে, যা আল নাসরের হয়ে তার শততম গোল। প্রথমার্ধের যোগ করা সময়ে সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ফঁক কেসিয়ে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ক্রোয়াট মিডফিল্ডার ব্রোজোভিচ আল নাসরকে আবার এগিয়ে নেন। কিন্তু শেষ মুহূর্তে গোলকিপারের ভুলে হজের ইবানেস সমতা ফেরান।
পেনাল্টি শুটআউটে রোনালদো, ব্রোজোভিচ ও জোয়াও ফেলিক্স বল জালে পাঠালেও আল আহলির গোলকিপার আল-খাইবারি একটি শট আটকান। আল আহলির পাঁচটি শটই সফলভাবে জালে যায়।
সেমি-ফাইনালে আল নাসর গতবারের সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। ৪১তম মিনিটে রোনালদো পেনাল্টি থেকে গোল করেন।
৪০ বছর বয়সী এই তারকা ১১৩ ম্যাচে গোল সেঞ্চুরি পূর্ণ করেছেন এবং বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবে একশ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে কেসিয়ে সমতা ফেরান। ৮২তম মিনিটে ব্রোজোভিচ আল নাসরকে আবার এগিয়ে নেন। কিন্তু ৮৯তম মিনিটে আল আহলির কর্নার পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারের ভুলে হেডে বল জালে পাঠান ইবানেস।
শেষ পর্যন্ত হার থেকে ঘুরে দাঁড়িয়ে ট্রফি জয়ের উল্লাসে মাতল আল আহলি।