তবে ফুটবল নিয়ে এখনও তার ক্ষুধা পুরোপুরি মিটেনি, এমন আভাস দিয়েছেন ৩৭ বছর বয়সী মিডফিল্ডার সের্হিও বুসকেতস।
দেড় যুগের বেশি পেশাদার ক্যারিয়ারে এই পর্যায়ে এসে যেন শেষের ডাক শুনতে পাচ্ছেন তিনি। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির শেষ ধাপে দাঁড়িয়ে বুসকেতস জানিয়েছেন, যদি দলটির সঙ্গে চুক্তি নবায়ন সম্ভব না হয়, তবে ফুটবলকেই বিদায় বলবেন তিনি।
লিগস কাপের সেমি-ফাইনালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে। ম্যাচের আগের দিন এএস ইউএসএ ল্যাটিনোর সঙ্গে কথোপকথনে বুসকেতস তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন।
“বার্সেলোনা ছাড়ার সময়ই আমি ঠিক করেছিলাম, (খেলোয়াড় হিসেবে) স্পেনে বা ইউরোপে আর ফিরব না। এখন ক্যারিয়ার শেষের দিকে এসে সিদ্ধান্ত নিতে হবে—ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন হবে, নয়তো অবসর নেব। যখন কোনো ঘোষণা করার সময় হবে, আমি জানাব,” বলেছিলেন বুসকেতস।
বুসকেতস বার্সেলোনার যুব দল থেকে শুরু করে ২০০৭-০৮ মৌসুমে ‘বি’ দলে খেলেন। পরের মৌসুমে মূল দলে অভিষেক ঘটে। এরপর কাতালান ক্লাব ও স্পেন জাতীয় দলে ছিলেন অবিচ্ছেদ্য অংশ। দেশের হয়ে ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়, বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা তার সংগ্রহে।
স্পেনের দ্বিতীয় সফলতম ক্লাবের মূল দলে দেড় দশকের সাফল্যের পর ২০২৩ সালে বুসকেতস মায়ামিতে পাড়ি জমান, আড়াই বছরের চুক্তিতে। সেই চুক্তির মেয়াদ এই বছরই শেষ হতে যাচ্ছে।
৩৭ বছর বয়সেও বুসকেতসের ফুটবলের প্রতি আগ্রহ অটুট। শারীরিকভাবে তিনি ভালো অনুভব করছেন এবং কোচদেরও আস্থা এখনও তার ওপর আছে।
“ভালো অনুভব করছি। সৌভাগ্যবশত, আমার কোনো চোট সমস্যা নেই এবং কোচদের আস্থা এখনও আছে। সিদ্ধান্ত নেওয়ার সময় আসলে জানাব। এখনও আমার অনেক কিছু পর্যালোচনা করা বাকি আছে,” যোগ করেন তিনি।