চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের এই শিরোপা নির্ধারণী ম্যাচ আর আগের মতো সেন্ট্রাল ইউরোপিয়ান সময় রাত ৯টায় শুরু হবে না। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। ফলে মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের সমর্থকরা উদযাপনের জন্য পাবেন আরও বেশি সময়।
নতুন এই নিয়ম কার্যকর হবে ২০২৬ সালের ৩০ মে থেকে। ওই দিন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল। আগের মতোই শনিবারেই হবে শিরোপা লড়াই, তবে বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে রাত ১০টায়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, দর্শক, দল এবং স্বাগতিক শহরের সুবিধার্তেই এই পরিবর্তন আনা হয়েছে।
“চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যেন সবার জন্য আনন্দময় ও উপভোগ্য হয়ে ওঠে, সেটিই আমাদের লক্ষ্য। বিশেষ করে যারা পরিবারের সদস্য ও শিশুদের নিয়ে স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসেন, তাদের জন্য আমরা আরও সহজ ও স্বস্তিকর পরিবেশ তৈরি করতে চাই।”
এছাড়া সফররত দর্শকদের যাতায়াত ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে উয়েফা। ম্যাচ আগে শেষ হলে তারা সহজে স্টেডিয়াম থেকে ফিরে যেতে পারবেন। পাশাপাশি দীর্ঘ সময় ধরে উদযাপন করার সুযোগ থাকবে, যা স্বাগতিক শহরের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
তবে এই পরিবর্তন কেবল ফাইনাল ম্যাচের জন্য। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত বাকি সব ম্যাচের সময়সূচি আগের মতোই থাকবে। বাংলাদেশ সময় অনুযায়ী, টুর্নামেন্টের প্রথমভাগের ম্যাচগুলো শুরু হয় রাত ১টায় এবং পরের ভাগের ম্যাচগুলো রাত ২টায়।
উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিন মনে করেন, সপ্তাহের মাঝের দিনে ম্যাচগুলোর সময় পরিবর্তনের প্রয়োজন নেই।
“সপ্তাহের মাঝের দিনগুলোর ম্যাচের জন্য সেন্ট্রাল ইউরোপিয়ান সময় রাত ৯টাই সবচেয়ে উপযোগী। তবে শনিবারের ফাইনাল আগে শুরু হলে তা দর্শক ও সমর্থকদের জন্য আরও সুবিধাজনক হবে। অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গেলেও ম্যাচ তাড়াতাড়ি শেষ হবে, ফলে ভক্তরা পরিবার ও বন্ধুদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন।”