মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার অভিযান শুরুর ম্যাচে স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালের খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
জাতীয় দল থেকে চোট নিয়ে ফেরায় ক্লাবের আগের ম্যাচে মাঠে নামতে পারেননি ইয়ামাল। এখনও পুরোপুরি ফিট না হওয়ায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও হয়তো তাকে পাবে না বার্সেলোনা।
মুন্দো দেপোর্তিভোর দাবি, মঙ্গলবার সকালে দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি ১৮ বছর বয়সী এই উইঙ্গারকে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের বিপক্ষে প্রথম ম্যাচে ইয়ামালকে নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় ইংলিশ ক্লাবটির মাঠে শুরু হবে ম্যাচটি।
জাতীয় দলের ক্যাম্পে ব্যথা নিয়েই যোগ দিয়েছিলেন ইয়ামাল। সেই সময় ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর করেই খেলানো হয়েছিল তাকে স্পেনের বিশ্বকাপ বাছাই ম্যাচে। মূলত এই কারণেই তার চোট আরও বেড়েছে।
জাতীয় দল থেকে ফেরার পর ইয়ামালের কুঁচকির চোট ধরা পড়ে। বিষয়টি নিয়ে কিছুদিন আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এই কারণেই ভালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় ৬-০ গোলে জয়ের ম্যাচেও মাঠে নামতে পারেননি তরুণ তারকা।
ভালেন্সিয়া ম্যাচের আগের সংবাদ সম্মেলনেই অবশ্য নিউক্যাসলের বিপক্ষেও ইয়ামালের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন ফ্লিক।