এ নিয়ে টানা পাঁচ ম্যাচেই সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন ফরাশগঞ্জ এফসির ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র।
উইমেন্স ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডে একদিকে যেমন দেখা গেছে জমাট লড়াইয়ের ম্যাচ, তেমনি অন্যদিকে চোখে পড়েছে গোলের বন্যায় ভেসে যাওয়া একতরফা জয়। কাচারিপাড়া একাদশের জালে রীতিমতো গোল উৎসব করে ২৪ গোল দিয়েছে রাজশাহী স্টার্স। এই ম্যাচে আলপি আক্তার ও সুরভি আকন্দ প্রীতি দুজনই সাতবার করে বল জালে পাঠান। শাহেদা আক্তার রিপা ও রেশমি আক্তার পূর্ণ করেন হ্যাটট্রিক।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার একটি গোল করেও আলোচনার কেন্দ্রে ছিলেন শামসুন্নাহার জুনিয়র। ফরাশগঞ্জ এফসির এই ফরোয়ার্ড টানা পাঁচ ম্যাচেই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। একই রাউন্ডে এসে জয়যাত্রায় ছেদ পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর।
দিনের প্রথম ম্যাচে শিরোপাধারী নাসরিন একাডেমির দুঃসময় আরও দীর্ঘ হয়। ঢাকা রেঞ্জার্সের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। ছয় ম্যাচে এটি নাসরিন একাডেমির পঞ্চম হার।
দ্বিতীয় ম্যাচে টানা পাঁচ জয়ের ধারায় থাকা বাংলাদেশ সেনাবাহিনীকে ১-০ গোলে হারিয়ে দেয় ফরাশগঞ্জ। ম্যাচের ৮৫তম মিনিটে মাঝমাঠ থেকে আসা একটি লং পাস ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে সুযোগ পেয়ে যান শামসুন্নাহার জুনিয়র। কিছুটা কঠিন কোণ থেকে বাম পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ওই একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফল। জয়সূচক গোল করে টানা পঞ্চমবারের মতো ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন শামসুন্নাহার।
পাঁচ ম্যাচে সবকটিতে জয় তুলে নিয়ে ১৫ পয়েন্টে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে ফরাশগঞ্জ। সমান পয়েন্ট থাকলেও একটি ম্যাচ বেশি খেলায় দ্বিতীয় স্থানে নেমে গেছে বাংলাদেশ সেনাবাহিনী।
তৃতীয় ম্যাচে পায়েল রানীর হ্যাটট্রিক এবং জান্নাতুল ফেরদৌস ঝিনুকের জোড়া গোলে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব ৫-০ ব্যবধানে হারায় সিরাজ স্মৃতি সংসদকে।
চতুর্থ ম্যাচে দেখা মেলে দিনের সবচেয়ে বড় ব্যবধানের জয়ের। রাজশাহী স্টার্স ২৪-০ গোলে উড়িয়ে দেয় কাচারিপাড়া একাদশকে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের খাতা খুলে আরও ছয়বার জালের দেখা পান আলপি। তার মতো সুরভিও করেন সাত গোল। রিপা করেন চারটি গোল, আর রেশমি পূর্ণ করেন হ্যাটট্রিক।
এ ছাড়া মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা ও স্বপ্না রানী একটি করে গোল করেন।
দিনের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)–এর লড়াই ২-২ গোলে ড্র হয়ে শেষ হয়।