৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়লেও, দিন শেষে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান।
ইমাম-উল-হক ও শান মাসুদের দারুণ দুটি অর্ধশতক এবং তাদের শতরানের জুটিতে শক্ত ভিত গড়ে দলটি। তবে ৩৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নাটকীয় মোড় নেয় লাহোর টেস্ট। শেষ বিকেলে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার জুটিতে আবারও বড় সংগ্রহের আশা জাগে পাকিস্তান শিবিরে।
প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩১৩ রান। রিজওয়ান ১০৭ বলে দুটি ছক্কা ও চারটি চারে অপরাজিত ৬২ রানে ব্যাট করছেন, অন্যপ্রান্তে সালমান ৮৩ বলে এক ছক্কা ও দুটি চারে ৫২ রানে সঙ্গ দিচ্ছেন।
লাহোরে টস জিতে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই কাগিসো রাবাদার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আব্দুল্লাহ শফিক। রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা।
শুষ্ক উইকেটের শুরুতে পেসারদের কিছুটা সহায়তা মিললেও, সময়ের সঙ্গে সঙ্গে পিচ ভাঙার ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। রাবাদার ইয়র্কার ও বাউন্সারে ভুগলেও ধৈর্য ধরে সামলে যান মাসুদ।
ইমাম শুরু থেকেই ব্যাট করেন আস্থার সঙ্গে। কঠিন সময় কাটিয়ে তিনি ও মাসুদ গড়ে তোলেন শতরানের দারুণ জুটি। তিন স্পিনার নিয়ে মাঠে নামা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেশনেই একশ রানের গণ্ডি ছোঁয় পাকিস্তান। লাঞ্চের আগেই ৬৫ বলে ফিফটি করেন ইমাম, বিরতির পর ৯৩ বলে পঞ্চাশে পৌঁছান মাসুদ।
এরপরই পাল্টা আঘাতে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। প্রেনেলান সুব্রায়েনের বলে এলবিডব্লিউ হয়ে মাসুদ ফেরেন ১৬১ রানের দুর্দান্ত জুটি ভেঙে। এটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় উইকেটে যৌথভাবে সর্বোচ্চ জুটি। মাসুদ ১৪৭ বলে ৯ চার ও ১ ছক্কায় করেন ৭৬ রান।
শূন্য রানে রিভিউ নিয়ে বেঁচে যান বাবর আজম, এরপর সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যান তিনি। তবে চা-বিরতির আগে শেষ ওভারে দুই বলে দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে পাকিস্তান। সেনুরান মুথুসামির বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন ইমাম (১৫৩ বলে ৯৩)। পরের বলেই গোল্ডেন ডাকের শিকার সৌদ শাকিল।
তৃতীয় সেশনের শুরুতেই সাইমন হার্মারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাবর (২৩), রিভিউ নিয়েও রক্ষা হয়নি। এরপর আর কোনো উইকেট দিতে হয়নি পাকিস্তানকে।
দিনের শেষভাগে রিজওয়ান ও সালমানের ব্যাটে গড়ে ওঠে দৃঢ় জুটি। তারা ৩০.৪ ওভার টিকিয়ে রেখে যোগ করেন ১১৪ রান, তাতেই বড় সংগ্রহের পথে এগিয়ে যায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
- পাকিস্তান প্রথম ইনিংস: ৯০ ওভারে ৩১৩/৫ (শাফিক ২, ইমাম ৯৩, মাসুদ ৭৬, বাবর ২৩, শাকিল ০, রিজওয়ান ৬২*, সালমান ৫২*)
- দক্ষিণ আফ্রিকা: রাবাদা ১৩-২-৪৩-১, সুব্রায়েন ২০-০-৭২-১, হার্মার ২৮-৫-৭৫-১, মুথুসামি ২৬-৫-১০১-২।