আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানা।
ওয়ানডে দলে ফেরার পর মাত্র এক ম্যাচ খেলেই আবারও বাদ পড়লেন নাঈম। একই পরিণতি হলো পেসার নাহিদ রানারও। একজন ব্যাটসম্যান ও একজন পেসারের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেওয়া হয়েছে দুই নতুন ব্যাটসম্যানকে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আর দীর্ঘদিন পর আবারও ফিরেছেন সৌম্য সরকার।
কতবার দলে ফিরেছেন, তা হয়তো সৌম্য নিজেও বলতে পারবেন না সঠিকভাবে। প্রায় ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৬টি ওয়ানডে খেলেছেন ৩২ বছর বয়সী এই ব্যাটার। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে তিনি করেছিলেন শূন্য রান। তার আগের ওয়ানডেটি ছিল গত ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফরে, সেই ম্যাচে করেছিলেন ৭৩ রান।
আফগানিস্তান সিরিজের আগে টি-টোয়েন্টি স্কোয়াডেও ছিলেন সৌম্য, কিন্তু ভিসাজনিত সমস্যার কারণে তিনি খেলতে পারেননি।
নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কনকে নেওয়া হয়েছে বাংলাদেশের মিডল অর্ডারের দুরবস্থা কাটানোর পরিকল্পনার অংশ হিসেবে। ২৬ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার বাংলাদেশের হয়ে ইতিমধ্যে একটি টেস্ট খেলেছেন—গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে মাহিদুলের অভিজ্ঞতা ৯৬ ম্যাচের। চারটি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরিতে প্রায় সাড়ে তিন হাজার রান করেছেন তিনি, গড় ৪৪.৫৩। সর্বশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন গত মে মাসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি ম্যাচে তার ইনিংস ছিল ১০৫ ও অপরাজিত ৪২।
গত ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি ৪৩১ রান করেছিলেন প্রায় ৪৮ গড়ে।
অন্যদিকে, সেই টুর্নামেন্টেই প্রাইম ব্যাংকের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন নাঈম শেখ—১১ ইনিংসে ৬১৮ রান ৬১.৮০ গড় ও ১২১.৮৯ স্ট্রাইক রেটে, সঙ্গে ২৭টি ছক্কা। সেই ফর্মেই টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে ফেরেন তিনি। কিন্তু ফেরার পর তিনটি টি-টোয়েন্টিতে করেন যথাক্রমে ৩২*, ৩ ও ১০ রান, আর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ২৪ বলে মাত্র ৭ রান। ফলে তার ফেরার গল্প আপাতত এখানেই থামল।
নাহিদ রানা আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেকের পর ফিরেছিলেন। প্রথম স্পেলেই ঘড়ির কাঁটা ছুঁয়েছিলেন ১৫০ কিমি/ঘণ্টা, কিন্তু উইকেট পাননি। ৮.২ ওভারে ৫৬ রান দিয়ে ফেরেন উইকেটশূন্য অবস্থায়। নবম ওভারে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন, এবার দল থেকেও বাদ পড়লেন।
পেসার একজন কমানোয় ওয়ানডে স্কোয়াডে এখন চারজন পেসার রয়েছেন। স্পিন আক্রমণে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন রিশাদ হোসেন ও তানভির ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী শনিবার, সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন।
নতুন মুখ: মাহিদুল ইসলাম অঙ্কন
দলে ফেরা: সৌম্য সরকার
বাদ: নাহিদ রানা, মোহাম্মদ নাঈম শেখ